Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২৮ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

কলকাতায় মুক্তি পাচ্ছে ‘খাঁচা’

Shahriar Hossain
অক্টোবর ২৮, ২০১৯ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

মাহবুবুল আলম  টুটুল :=

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’। ১৯৪৭-এর দেশভাগের গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বণে ছবিটি নির্মাণ করেছেন আকরাম খান।

এতে অভিনয় করেছেন জয়া আহসান ও আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম প্রমুখ। ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক আকরাম খান ও অভিনেতা আজাদ আবুল কালাম।

এবার সাফটা চুক্তির বিনিময়ে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘খাঁচা’। বিনিময়ে জয়া আহসান অভিনীত ভারতীয় ছবি ‘কণ্ঠ’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। অর্থ্যাৎ জয়ার বিনিময়ে জয়াকে দেখা যাবে দুই দেশে। সাফটা চুক্তির বিনিময়ে জয়ায় যাচ্ছেন আবার জয়া আসছেন।

অন্যদিকে, ভারতীয় ছবি ‘কণ্ঠ’ নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

‘কণ্ঠ’ ছবিটি নির্মিত হয়েছে একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প নিয়ে। এ ছবিতে আরো অভিনয় করেছেন পাওলি ধাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, সাফটা চুক্তির নীতিমালা মেনেই বাংলাদেশে ‘কণ্ঠ’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি বর্তমানে বাংলাদেশে সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে। সামনের মাসের প্রথমদিকে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: