নুরুল ইসলাম :=
বিশ্বে ধনীর কাতারে এখন মার্কিনদের চেয়ে চীনাদের সংখ্যাই বেশি। এ তথ্য নিশ্চিত করেছেন ক্রেডিট সুসির এক প্রতিবেদন।
ক্রেডিট সুসির প্রতিবেদন বলা হয়েছে, ব্যাপক দ্রুতগতিতে সাথে চীনা ধনীদের সংখ্যা বাড়ছে। বর্তমানে শীর্ষ ১০ শতাংশ ধনীর কাতারে চীনাদের সংখ্যা ১০ কোটি। আর মার্কিনদের এ সংখ্যা ৯ কোটি ৯০ লাখ। বিত্তশালী বলতে প্রতিবেদনে বলা হয়েছে ধনীদের কথাই। অর্থনীতির ভাষায় তার নাম ‘এইচএনডব্লিউআই বা হাই নেটওয়ার্দ ইন্ডিভিজুয়াল’।
প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০ লাখ ডলার বা স্থানীয় মুদ্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, তাদেরই রাখা হয়েছে বিত্তশালী বা ধনকুবেরদের তালিকায়। তবে মিলিয়নেয়ারের (ডলারে) সংখ্যা যুক্তরাষ্ট্রেই বেশি। যুক্তরাষ্ট্রের ১ কোটি ৮৬ লাখের বিপরিতে চীনাদের মধ্যে মিলিয়নেয়ার আছেন ৪৪ লাখ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভালো করলেও সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ধরতে পারছে না। চীনা নাগরিকের চেয়ে যুক্তরাষ্ট্রে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষ এখনো অনেক বেশি সম্পদের মালিক।