শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সরকারের নিপীড়নে মানুষ অসুস্থ হয়ে পড়েছে: ফখরুল

আলহাজ্ব হাফিজুর রহমান :=

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নন, সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে গোটা দেশের মানুষ আজ অসুস্থ হয়ে পড়েছে’।

শুক্রবার বাদ আসর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব বলেন।

দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা নেছারুল হক।

এর আগে জুমার নামাজের পর কোরআন খতমের আয়োজন করা হয়। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মসজিদে খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে বিএনপি সূত্র জানায়।

মির্জা ফখরুল বলেন, ‘আজ সারা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে। কারণ দশ বছর ধরে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে সরকার। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অসুস্থ হলেও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খোকার পরিবারের সব সদস্যের বিরুদ্ধে মামলা রয়েছে। বিএনপির এমন কোনো নেতা নেই যার নামে মামলা নেই। পরিবারের সদস্যদের নামেও মামলা হয়েছে। তাই আসুন এ স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করি’।

তিনি বলেন, ‘আজকের এ দিনে আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের আজাব, নিপীড়ন থেকে মুক্ত করে দিক। সেই সঙ্গে দেশনেত্রীর মুক্তি ও সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করছি’।

দোয়া মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজ দেশের মানুষ মানসিক পীড়নের মধ্যে রয়েছেন। দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। গণতন্ত্রহীনতার কারণে আজকে দেশের এই অবস্থা। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলে, আইনের শাসন থাকলে, বিরোধী রাজনীতিকদের ওপর নিপীড়ন-নির্যাতন না থাকলে অসুস্থ হলেও সাদেক হোসেন খোকা মাঝে মধ্যে দেশে আসতেন। কিন্তু সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণে খোকা ইচ্ছা করলেও দেশে আসতে পারছেন না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন এর সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু, শামসুজ্জামান সুরুজ, আমিরুজ্জামান খান শিমুল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

সরকারের নিপীড়নে মানুষ অসুস্থ হয়ে পড়েছে: ফখরুল

প্রকাশের সময় : ০৮:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
আলহাজ্ব হাফিজুর রহমান :=

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নন, সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে গোটা দেশের মানুষ আজ অসুস্থ হয়ে পড়েছে’।

শুক্রবার বাদ আসর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব বলেন।

দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা নেছারুল হক।

এর আগে জুমার নামাজের পর কোরআন খতমের আয়োজন করা হয়। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মসজিদে খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে বিএনপি সূত্র জানায়।

মির্জা ফখরুল বলেন, ‘আজ সারা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে। কারণ দশ বছর ধরে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে সরকার। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অসুস্থ হলেও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খোকার পরিবারের সব সদস্যের বিরুদ্ধে মামলা রয়েছে। বিএনপির এমন কোনো নেতা নেই যার নামে মামলা নেই। পরিবারের সদস্যদের নামেও মামলা হয়েছে। তাই আসুন এ স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করি’।

তিনি বলেন, ‘আজকের এ দিনে আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের আজাব, নিপীড়ন থেকে মুক্ত করে দিক। সেই সঙ্গে দেশনেত্রীর মুক্তি ও সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করছি’।

দোয়া মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজ দেশের মানুষ মানসিক পীড়নের মধ্যে রয়েছেন। দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। গণতন্ত্রহীনতার কারণে আজকে দেশের এই অবস্থা। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলে, আইনের শাসন থাকলে, বিরোধী রাজনীতিকদের ওপর নিপীড়ন-নির্যাতন না থাকলে অসুস্থ হলেও সাদেক হোসেন খোকা মাঝে মধ্যে দেশে আসতেন। কিন্তু সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণে খোকা ইচ্ছা করলেও দেশে আসতে পারছেন না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন এর সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু, শামসুজ্জামান সুরুজ, আমিরুজ্জামান খান শিমুল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।