বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলার শার্শা উপজেলা শাখার ত্রি-বাষির্কী সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শার্শা উপজেলার আহবায়ক শ্রী দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক শ্রী বিকাশ আইচের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যশোর জেলা শাখার সাধারন সম্পাদক শ্রী সন্তোষ দত্ত এবং উদ্ভোদক ছিলেন অ্যাডভোকেট শ্রী সুকুমার রায় ৷
প্রধান অতিথি বলেন শেখ আফিল উদ্দিন এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ এ দেশের সকল মানুষ কাধে কাধ মিলিয়ে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। দেশ স্বাধীনের পর সনাতন ধর্মের নাগরিকদের সংখ্যা লঘু বলা হয়। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই-ভাই।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শ্রী জয়দেব সিংহ, ও সাধারণ সম্পাদক পদে শ্রী উত্তম রায় ও শ্রী বাবুলাল বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট শার্শা উপজেলা কমিটি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho