মনিরুল আলম মিশর :=
যশোর-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাছির উদ্দিন বলেছেন, সাংবাদিকতা একাট মহান পেশা, এ পেশাকে সম্মান করতে হবে, জনগনের জন্য কাজ করতে হবে। সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, আশা করি আপনারাও সত্য পথে থাকবেন, সত্য তথ্য তুলে ধরবেন। গতকাল যশোরের চৌগাছার ডিভাইন সেন্টারে ভোরের কাগজের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. মোস্তানিছুর রহমান ও চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল। এছাড়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সম্মেলনে বিশেষ কৃতিত্বের জন্য সন্মাননা দেয়া হয় লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান এবং বিশিষ্ট কলামিষ্ট মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে। সম্মেলনে উপস্থিত বক্তরা ভোরের কাগজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সন্মাননা প্রাপ্তরা নিজেদের অনুভুতি প্রকাশ করেন।