রোকনুজ্জামান রিপন :=
একই প্ল্যাটফর্মে ৩৯ সরকারি প্রতিষ্ঠানের ২০৮ রকম সেবা দেয়ার উদ্যোগে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ অনেকটাই সহজ হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন।
রোববার সকালে হবিগঞ্জের দ্যা প্যালেস রিসোর্টে এনবিআর ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আয়োজিত বাংলাদেশ সিঙ্গেল উইনডো কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন: ‘এনবিআরের নেতৃত্বে নতুন এ প্রকল্প ‘বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উনডো (এনএসডব্লিউ)’ গ্রহণ করা হয়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, আইএফসি’র বিশেষজ্ঞ নুসরত নাহিদ বাবি।
অনুষ্ঠানে জানানো হয়: নতুন এ প্রকল্প বাস্তবায়ন হলে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজে আমদানি-রপ্তানিকারকরা চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বিটিআরসি, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ ৩৯টি প্রতিষ্ঠানের সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।