বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সালমান!

ইমরান হোসেন আশা :=

ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সালমান!” “ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সালমান!বয়সকে কিছুতেই পাত্তা দিতে চাইছেন না যেন বলিউের তিন খান। তারা পঞ্চাশের কোটা পেরিয়েও এখনও চিরসবুজ। কাজ করে যাচ্ছেন যে কোনো তরুণের চেয়ে অনেক বেশি উদ্যমে। সাফল্যও পাচ্ছেন।আর তাদের গ্ল্যামারের টানে উঠতি যুবতীরাও মায়ায় আচ্ছন্ন। বলিউডে এখনো কোনো মেয়ে পা রাখলে স্বপ্ন দেখেন শাহরুখ, সালমান ও আমিরের নায়িকা হওয়ার। তিন নায়কও তেমন। একের পর এক তরুণীদের সঙ্গে রোমান্স করে যাচ্ছেন পর্দায়।সেই তালিকায় এবার সালমান সঙ্গে নিলেন দিশা পাটানিকে। এর আগে এই দুই তারকা একটি আইটেম গানে একসঙ্গে পারফর্ম করেছেন। এবার তারা পুরো সিনেমাতেই রোমান্স করবেন।প্রভুদেবা নির্মাণ করতে যাচ্ছেন ‘রাধে’ নামের ছবি। আসছে বছরের কোরবানি ঈদে এটি মুক্তি পাবে। সম্প্রত শুরু হয়েছে ছবিটির শুটিং। সেখানে সালমানের বিপরীতে শুটিং করছেন তার চেয়ে ২৬ বছরের ছোট গ্ল্যামারাস নায়িকা দিশা।প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সালমান-দিশা। ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন ‘চুলবুল পাণ্ডে’। সালমান এবং দিশা ছাড়াও ওই ছবিতে থাকবেন জ্যাকি শ্রফ, রণদীপ হুডা প্রমুখ। ছবিটি নিয়ে দিশার যেমন উচ্ছ্বাস আছে তেমনি সালমানও বেশ আশাবাদী।এদিকে সালমান-সোনাক্ষি অভিনীত ‘দাবাং ৩’ মুক্তি পেতে চলেছে আসছে ২০ ডিসেম্বর।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

চট্টগ্রাম অমর একুশে বইমেলায় ফ্যাসিবাদী কর্মকর্তাদের আধিপত্য রয়ে গেলো

ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সালমান!

প্রকাশের সময় : ০৭:১৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
ইমরান হোসেন আশা :=

ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সালমান!” “ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন সালমান!বয়সকে কিছুতেই পাত্তা দিতে চাইছেন না যেন বলিউের তিন খান। তারা পঞ্চাশের কোটা পেরিয়েও এখনও চিরসবুজ। কাজ করে যাচ্ছেন যে কোনো তরুণের চেয়ে অনেক বেশি উদ্যমে। সাফল্যও পাচ্ছেন।আর তাদের গ্ল্যামারের টানে উঠতি যুবতীরাও মায়ায় আচ্ছন্ন। বলিউডে এখনো কোনো মেয়ে পা রাখলে স্বপ্ন দেখেন শাহরুখ, সালমান ও আমিরের নায়িকা হওয়ার। তিন নায়কও তেমন। একের পর এক তরুণীদের সঙ্গে রোমান্স করে যাচ্ছেন পর্দায়।সেই তালিকায় এবার সালমান সঙ্গে নিলেন দিশা পাটানিকে। এর আগে এই দুই তারকা একটি আইটেম গানে একসঙ্গে পারফর্ম করেছেন। এবার তারা পুরো সিনেমাতেই রোমান্স করবেন।প্রভুদেবা নির্মাণ করতে যাচ্ছেন ‘রাধে’ নামের ছবি। আসছে বছরের কোরবানি ঈদে এটি মুক্তি পাবে। সম্প্রত শুরু হয়েছে ছবিটির শুটিং। সেখানে সালমানের বিপরীতে শুটিং করছেন তার চেয়ে ২৬ বছরের ছোট গ্ল্যামারাস নায়িকা দিশা।প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সালমান-দিশা। ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন ‘চুলবুল পাণ্ডে’। সালমান এবং দিশা ছাড়াও ওই ছবিতে থাকবেন জ্যাকি শ্রফ, রণদীপ হুডা প্রমুখ। ছবিটি নিয়ে দিশার যেমন উচ্ছ্বাস আছে তেমনি সালমানও বেশ আশাবাদী।এদিকে সালমান-সোনাক্ষি অভিনীত ‘দাবাং ৩’ মুক্তি পেতে চলেছে আসছে ২০ ডিসেম্বর।