ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-
বড় ধরণের কোন অসঙ্গতি কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্মাতক ২০১৯-২০ শিাবর্ষের ভর্তি পরীার প্রথম দিন। আজ সোমবার (৪নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তিযুদ্ধ শুরু হয় ।
বিশ্ববিদ্যালয় সূত্রে, দিনের প্রথম শিফটে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পর্রীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দিনের দ্বিতীয় ও তৃতীয় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন ভর্তি পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেছেন ভর্তিচ্ছুদের অভিভাবকরা। ঢাকার সাভার থেকে আসা এক অভিভাবক দম্পতি জানান, ‘ইবি ক্যাম্পাসটা অনেক সুন্দর। এখানকার শিক্ষার্থীরাও খুব আন্তরিক। আমার ছেলে এখানে ভর্তির সুযোগ পেলে আমরা খুব খুশি হবো।’
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে দুইটি ইউনিটের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো সর্বোচ্চ সংখ্যক। দেশের বিভিন্ন অঞ্চলের ছেলে-মেয়েরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। আশাকরি আগামী দিনের পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’