বৃহস্পতিবার সকালে সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকা পৌঁছাবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মনির হায়দার।
তিনি জানান, মঙ্গলবার রাত ১১টা ১০মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে প্রয়াত এ মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা রওয়ানা হবেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা (৬৭) বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টায় মারা যান।
সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সরকার ‘সর্বাত্মক’ সহযোগিতা করবে বলে সোমবার জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
খোকার মৃত্যুর খবরে তথ্যমন্ত্রী শোক প্রকাশ করে বলেন, আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এদিকে প্রয়াত সাদেক হোসেন খোকা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দেশত্যাগে বাধ্য হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার রাতে সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জলকে সান্ত্বনা দেন।
মোশাররফ বলেন, সরকারের প্রতিহিংসার কারণেই তাকে বিদেশে মৃত্যুবরণ করতে হয়েছে। এ সময় তিনি খোকার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছ সব ধরনের সহযোগিতার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho