সোমবার, ২৯ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও

আলহাজ্ব মতিয়ার রহমান :=

উত্তর আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। তবে এর প্রভাবে সোমবার পর্যন্ত দেশের আবহাওয়ার ওপর কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবারও তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি শিগগির নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না সে ব্যাপারে এখনই বলা না গেলেও শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক সোমবার রাতে দেশ রূপান্তরকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। কালকের (আজ) মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে আরও পর্যবেক্ষণের পর বোঝা যাবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কি না।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সে হিসেবে এই লঘুচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও নিতে পারে। এমনটি হলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘বুলবুল’।

লঘুচাপটির অবস্থান সম্পর্কে অধিদপ্তর জানায়, উত্তর আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আরব সাগরে অবস্থানরত অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মহা’ দু-এক দিনের মধ্যে ভারতের গুজরাট উপকূলে আঘাত হানতে পারে। এমন শঙ্কার কথা জানিয়ে দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে মহা। তবে এটি বর্তমান অবস্থা থেকে সামান্য দুর্বল হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে। সোমবার দুপুর আড়াইটায় এটি গুজরাটের ভেরাভাল উপকূল থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় মহার অবস্থান অনেক দূরে হওয়ায় এর কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না।

সোমবার দেশের কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও

প্রকাশের সময় : ০৭:০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
আলহাজ্ব মতিয়ার রহমান :=

উত্তর আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। তবে এর প্রভাবে সোমবার পর্যন্ত দেশের আবহাওয়ার ওপর কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবারও তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি শিগগির নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না সে ব্যাপারে এখনই বলা না গেলেও শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক সোমবার রাতে দেশ রূপান্তরকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। কালকের (আজ) মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে আরও পর্যবেক্ষণের পর বোঝা যাবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কি না।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সে হিসেবে এই লঘুচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও নিতে পারে। এমনটি হলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘বুলবুল’।

লঘুচাপটির অবস্থান সম্পর্কে অধিদপ্তর জানায়, উত্তর আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আরব সাগরে অবস্থানরত অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মহা’ দু-এক দিনের মধ্যে ভারতের গুজরাট উপকূলে আঘাত হানতে পারে। এমন শঙ্কার কথা জানিয়ে দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে মহা। তবে এটি বর্তমান অবস্থা থেকে সামান্য দুর্বল হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে। সোমবার দুপুর আড়াইটায় এটি গুজরাটের ভেরাভাল উপকূল থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় মহার অবস্থান অনেক দূরে হওয়ায় এর কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না।

সোমবার দেশের কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।