শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ দুঃশাসন বুকের ওপর চেপে বসেছে : ফখরুল

আলহাজ্ব হাফিজুর রহমান :=

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ভয়াবহ দুঃশাসনের পাথর বুকের ওপর চেপে বসেছে। দেশের মানুষ ও বিএনপি নেতাকমীদের ঐক্যবদ্ধ হয়ে এ পাথর সরাতে হবে।

সোমবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যারা নির্বাচিত নয়, ভোটের আগের দিন রাতে ভোট কেটে বিজয়ী হয়েছে তারা কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। পৃথিবীর কোনো রাজনৈতিক ইতিহাসে এমন কোনো নজির নেই জবরদস্তি ও বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়।’

তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে ভারাক্রান্ত মন নিয়ে তার (তরিকুল ইসলামের) প্রথম মৃত্যুবার্ষিকীতে যখন স্মৃতিচারণ করতে আসছি তখন আরেকটি বড় দুঃসংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে। আমাদের আরেকজন লড়াকু সৈনিক মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ যেন লাশের মিছিল শুরু হয়েছে। এ সরকার আসার পর থেকে বিগত ১০ বছরে অত্যাচার নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আমাদের দলের বর্ষীয়ান প্রাজ্ঞ, ত্যাগী নেতারা একে একে চলে যাচ্ছেন।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মশিয়ুর রহমান, সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ ১১ জেলার শীর্ষ নেতারা।

এর আগে তরিকুল ইসলামের কবর জিয়ারত, স্বেচ্ছায় রক্তদান ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ভয়াবহ দুঃশাসন বুকের ওপর চেপে বসেছে : ফখরুল

প্রকাশের সময় : ০৭:১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
আলহাজ্ব হাফিজুর রহমান :=

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ভয়াবহ দুঃশাসনের পাথর বুকের ওপর চেপে বসেছে। দেশের মানুষ ও বিএনপি নেতাকমীদের ঐক্যবদ্ধ হয়ে এ পাথর সরাতে হবে।

সোমবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যারা নির্বাচিত নয়, ভোটের আগের দিন রাতে ভোট কেটে বিজয়ী হয়েছে তারা কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। পৃথিবীর কোনো রাজনৈতিক ইতিহাসে এমন কোনো নজির নেই জবরদস্তি ও বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়।’

তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে ভারাক্রান্ত মন নিয়ে তার (তরিকুল ইসলামের) প্রথম মৃত্যুবার্ষিকীতে যখন স্মৃতিচারণ করতে আসছি তখন আরেকটি বড় দুঃসংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে। আমাদের আরেকজন লড়াকু সৈনিক মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ যেন লাশের মিছিল শুরু হয়েছে। এ সরকার আসার পর থেকে বিগত ১০ বছরে অত্যাচার নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আমাদের দলের বর্ষীয়ান প্রাজ্ঞ, ত্যাগী নেতারা একে একে চলে যাচ্ছেন।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মশিয়ুর রহমান, সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ ১১ জেলার শীর্ষ নেতারা।

এর আগে তরিকুল ইসলামের কবর জিয়ারত, স্বেচ্ছায় রক্তদান ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।