মোস্তাফিজুর রহমান মোস্তাফা : লালমনিরহাট :=
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এবারে শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান, সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনায়ন সম্পন্ন হয়েছে। গত ৫নভেম্বর উপজেলা প্রাথমিক অধিদপ্তর লিখিত ও মৌখিক পরিক্ষার মাধ্যমে এ ফলাফল প্রকাশ করে। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিঞা বলেন, এবারের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে হাতীবান্ধা উপজেলার মহিলা ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মাকসুদা পারভিন শাপলা।তিনি শিংগীমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুরুষ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এরশাদ হোসাইন লেলিন। তিনি পাইকারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন, জাওরানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেহেনা পারভিন। এবারে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনায়ন পেলেন, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহ শিক্ষা কার্যক্রমে দক্ষতা ও ব্যাক্তিগত কৃতিত্বসহ নানা বিষয় বিবেচনা করে শ্রেষ্ঠত্বের এ তালিকা প্রকাশ করা হয়।