মিলন হোসেন ,স্টাফ রিপোর্টার :=
যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্তে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার দুপুরে তাকে আটক করা হয়। আটক ইকবাল শার্শা উপজেলার পাঁচভূলাট গ্রামের আলা উদ্দিনের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানতে পেরে, বিজিবির একটি টহল দল পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে আটক করা হয় , পরে তার দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।