শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

মনিরুল আলম মিশর :=

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশের উপকূল অতিক্রম করায় বিপদের শঙ্কা কেটে গেছে। এখন আশ্রয়কেন্দ্র থেকে উপকূলীয় এলাকার মানুষদের বাড়ি ফিরতে বাধা নেই। এরই মধ্যে ১০ নম্বর মহাবিপদ সংকেত থেকে নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকালে ঢাকাটাইমসকে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসীন।  তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে আমরা সবধরনের বিধি-নিষেধ তুলে নিয়েছি। এরই মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এখন মানুষের বাড়ি ফিরতে আর কোনো বাধা নেই।’

দুজন নিহতের খবর আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। তাছাড়া যে ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি সেখানে কিছু কাঁচা ঘর ভেঙেছে। পরে সে তথ্যও আমরা বিস্তারিত জানাতে পারব।’

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ আগাম সতর্কবার্তা পেয়ে উপকূলীয় এলাকার প্রায় ৩০ লাখ লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করে।

স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা আশ্রয় কেন্দ্রে থাকা মানুষকে বাড়ি ফিরতে সহায়তা করছে বলেও জানান এই কর্মকর্তা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি এখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী দুদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

প্রকাশের সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
মনিরুল আলম মিশর :=

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশের উপকূল অতিক্রম করায় বিপদের শঙ্কা কেটে গেছে। এখন আশ্রয়কেন্দ্র থেকে উপকূলীয় এলাকার মানুষদের বাড়ি ফিরতে বাধা নেই। এরই মধ্যে ১০ নম্বর মহাবিপদ সংকেত থেকে নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকালে ঢাকাটাইমসকে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসীন।  তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে আমরা সবধরনের বিধি-নিষেধ তুলে নিয়েছি। এরই মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এখন মানুষের বাড়ি ফিরতে আর কোনো বাধা নেই।’

দুজন নিহতের খবর আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। তাছাড়া যে ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি সেখানে কিছু কাঁচা ঘর ভেঙেছে। পরে সে তথ্যও আমরা বিস্তারিত জানাতে পারব।’

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ আগাম সতর্কবার্তা পেয়ে উপকূলীয় এলাকার প্রায় ৩০ লাখ লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করে।

স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা আশ্রয় কেন্দ্রে থাকা মানুষকে বাড়ি ফিরতে সহায়তা করছে বলেও জানান এই কর্মকর্তা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি এখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী দুদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।