
নুরুল ইসলাম :=
বলিউডে এই সময়ে বেশ শক্তিশালী একজন অভিনেত্রী রাধিকা আপ্তে। কেন্দ্রীয় চরিত্রে তার দেখা কম পাওয়া গেলেও রাধিকার অভিনয় মুন্সিয়ানার প্রশংসা সবার মুখেই রয়েছে। ‘প্যাডম্যান’ ও ‘আন্ধাধুন’ সিনেমা দুটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়া তার স্যাকরেড গেমস ওয়েব সিরিজ অ্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পায়। রাধিকার পরবর্তী সিনেমা রাত একেলি হ্যায়।
সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। এরইমধ্যে লাখনৌতে প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে। হিন্দি ও তামিল সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমাতেও দেখা গেছে তাকে। সেই গণ্ডি পেরিয়ে হলিউডের পথে হাঁটতে যাচ্ছেন তিনি। দুই ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ড ও স্টার ওয়ার্স সিনেমার জন্য অডিশনের ডাক পেয়েছেন এই অভিনেত্রী। রাধিকা জানান, জেমস বন্ড এবং স্টার ওয়ার্স সিনেমার অডিশনের জন্য তাকে ফোন করা হয়। জানা গেছে, রাধিকার মতোই একজন অভিনেত্রীকে চাইছেন তারা।