নুরুজ্জামান লিটন :=
শাহরুখ খান ও জুহি চাওলা অভিনীত হিট সিনেমা ‘ইয়েস বস’। ১৯৯৭ সালের ছবিটির জনপ্রিয় গান ‘চাঁদ তারে তোড় লাউঁ, সারি দুনিয়া পর মে ছাঁউ…বস ইতনা সা খোয়াব হ্যায়।’বাস্তব জীবনেও কিং খানের হাতের মুঠোয় রয়েছে চাঁদের একখণ্ড জমি। তাও আবার ভক্তের কল্যাণে।
ব্যাপারটা খোলসা করে বলা যাক। সারা দুনিয়ায় কোটি কোটি ভক্ত রয়েছে শাহরুখ খানের। তাদের মধ্যেই আছেন অস্ট্রেলিয়া নিবাসী এক নারী। তিনি চাঁদে শাহরুখের জন্য এক টুকরো জমি কিনে রেখেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই উপলক্ষে লুনার রিপাবলিক সোসাইটির থেকে প্রতি বছর চিঠি পান শাহরুখ।
এমন অভিনব ও অনন্য উপহার পেয়ে আপ্লুত শাহরুখ খান। ধন্যবাদ জানাতে নিজেই দেখা করেছেন ওই ভক্তের সঙ্গে। নিয়মিত ই-মেলে যোগাযোগ রাখেন তারা।শাহরুখকে সর্বশেষ দেখা গেছে বছর খানেক আগে মুক্তি পাওয়া আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’তে। বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। সিনেমাটি ব্যর্থ হওয়ার পর নতুন প্রজেক্টের ঘোষণা দেননি এই নায়ক। তবে বড় ও ছোটপর্দার জন্য প্রযোজনা করছেন নিয়মিত।