বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে বেনাপোলে সাড়ে  ৩ কেজি  সোনার বার সহ ৩ পাচারকারী কে আটক করেছে বিজিবি

তানজীর মহসিন :=

ভারতে পাচারকালে আজ বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী ও দৌলতপুর ও ঘিবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ পিস ( ৩ কেজি ৪৮৫ গ্রাম ) সোনার বার সহ ১ নারী ও ২ পুরুষ সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি।

৪৯ বিজিবির উপ অধিধনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত পথে  বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির তিনটি  টহলদল  আমড়াখালি এলাকা থেকে রবিউল ইসলাম (৩৬) কে ৮ পিস (৭৮৫ গ্রাম) , ঘিবা সীমান্ত থেকে দিলিপ কুমার (৩০) কে ২ পিস (২ কেজি) ও দৌলতপুর সীমান্ত থেকে মনিরা খাতুন (২৫) কে ৬ পিস (৭০০ গ্রাম) মোট ৩ কেজি ৪৮৫ গ্রাম সোনার বার সহ আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে ,  রবিউল ইসলাম (৩৬) যশোরের আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে,  দিলিপ কুমার (৩০) ঘিবা গ্রামের মৃত গোহর কুমারের ছেলে ও  মিনরা খাতুন (২৫) স্থাণীয় বড়আচড়া গ্রামের  রমজান আলীর স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভারতে সোনা পাচার করে আসছিল বলে বিজিবি জানায়।

আটক সোনার মূল্য  ১ কোটি ৭৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের জিঞাসাবাদ শেষে মামরলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ  করা হয়েছে।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ভারতে পাচারকালে বেনাপোলে সাড়ে  ৩ কেজি  সোনার বার সহ ৩ পাচারকারী কে আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৩:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

তানজীর মহসিন :=

ভারতে পাচারকালে আজ বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী ও দৌলতপুর ও ঘিবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ পিস ( ৩ কেজি ৪৮৫ গ্রাম ) সোনার বার সহ ১ নারী ও ২ পুরুষ সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি।

৪৯ বিজিবির উপ অধিধনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত পথে  বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির তিনটি  টহলদল  আমড়াখালি এলাকা থেকে রবিউল ইসলাম (৩৬) কে ৮ পিস (৭৮৫ গ্রাম) , ঘিবা সীমান্ত থেকে দিলিপ কুমার (৩০) কে ২ পিস (২ কেজি) ও দৌলতপুর সীমান্ত থেকে মনিরা খাতুন (২৫) কে ৬ পিস (৭০০ গ্রাম) মোট ৩ কেজি ৪৮৫ গ্রাম সোনার বার সহ আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে ,  রবিউল ইসলাম (৩৬) যশোরের আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে,  দিলিপ কুমার (৩০) ঘিবা গ্রামের মৃত গোহর কুমারের ছেলে ও  মিনরা খাতুন (২৫) স্থাণীয় বড়আচড়া গ্রামের  রমজান আলীর স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভারতে সোনা পাচার করে আসছিল বলে বিজিবি জানায়।

আটক সোনার মূল্য  ১ কোটি ৭৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের জিঞাসাবাদ শেষে মামরলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ  করা হয়েছে।