শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

যশোরে এমআরডিআইয়ের তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন

রোকনুজ্জামান রিপন :=

যশোরে তথ্য অধিকার আইন -২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় যশোর কালেক্টরেট সভাকক্ষে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স ডেভলপমেন্ট (এমআরডিআই) এর আয়োজনে ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও সুশাসন’ শিরোনামে ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এনডিসি বলেন, তথ্যে নাগরিকের প্রবেশাধিকার নিশ্চিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে একই সাথে দুর্নীতি হ্রাস পাবে। সরকারি বা বিদেশী অর্থ সাহায্যপুষ্ট সরকারি অথবা বেসরকারি সংস্থা সমূহের কর্মকান্ডের তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। তথ্য চেয়ে তথ্য পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার, এটা কারো দয়া বা করুণার উপর নির্ভরতা নয়। এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও এমআরডিআইয়ের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মবিনুল ইসলাম মবিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ।- বিজ্ঞপ্তি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

সংলাপ নিয়ে ভাবছেও না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

যশোরে এমআরডিআইয়ের তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন

প্রকাশের সময় : ০৭:১৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

রোকনুজ্জামান রিপন :=

যশোরে তথ্য অধিকার আইন -২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় যশোর কালেক্টরেট সভাকক্ষে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স ডেভলপমেন্ট (এমআরডিআই) এর আয়োজনে ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও সুশাসন’ শিরোনামে ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এনডিসি বলেন, তথ্যে নাগরিকের প্রবেশাধিকার নিশ্চিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে একই সাথে দুর্নীতি হ্রাস পাবে। সরকারি বা বিদেশী অর্থ সাহায্যপুষ্ট সরকারি অথবা বেসরকারি সংস্থা সমূহের কর্মকান্ডের তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। তথ্য চেয়ে তথ্য পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার, এটা কারো দয়া বা করুণার উপর নির্ভরতা নয়। এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও এমআরডিআইয়ের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মবিনুল ইসলাম মবিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ।- বিজ্ঞপ্তি।