স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বরাত দিয়ে খুলনা রেলস্টেশন মাস্টারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে। তার দুর্নীতির ঘটনা ফাঁস হয়ে পড়ায় তেলে-বেগুনে জ্বলে উঠেছেন তিনি। তাই খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবরের সম্পাদক এবং সময় টিভি’র খুলনা বিভাগীয় প্রধান তরিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকের নামে মামলা করেছেন। এ মামলা প্রত্যাহারের দাবিতে যশোরের মনিরামপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মনিরামপুর প্রেস কাবের উদ্যোগে থানা মোড়ে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস কাবের সভাপতি ফারুক আহম্মেদ। প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের খবরের উপজেলা প্রতিনিধি এস.এম সিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রেস কাবের প্রতিষ্ঠাতা সদস্য কে.এম নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি এস.এম মজনুর রহমান, অধ্যাপক আব্বাস উদ্দীন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহ-সভাপতি জি,এম ফারুক আলম ও প্রভাষক নুরুল হক, আব্দুল মতিন, যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ সেলিম ও আসাদুজ্জামান রয়েল, অর্থ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কার সিদ্দিক, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, ইউনুচ আলী, মনোয়ার উদ্দীন আহম্মেদ, সদস্য রিপন হোসেন সাজু, মোস্তাফিজুর রহমান, জি.এম টিপু সুলতান, অধ্যাপক এম আলাউদ্দীন, সঞ্জয় দেবনাথ প্রমুখ।