Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৬ নভেম্বর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

এখনই আ’লীগের নেতৃত্বে আসতে চান না জয়’

Shahriar Hossain
নভেম্বর ১৬, ২০১৯ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

তানজীর মহসিন :=

উপজেলা শাখা কমিটিতে প্রাথমিক সদস্য করা হলেও এখনই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে আসতে চান না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যেভাবে আছেন আপাতত সেভাবেই থাকতে চান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক এ উপদেষ্টা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সাংবাদিকরা তার কাছে জানতে চান- সজীব ওয়াজেদ জয় আসন্ন সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো পদে আসবেন কি না? ওবায়দুল কাদের বলেন, এখানে জয়ের ইচ্ছার ব্যাপারও আছে। নেত্রীকে (শেখ হাসিনা) এ নিয়ে কোনো কিছু বললে তিনি বলেন, জয় তো আসতে চায় না। এখনও তার আসার আগ্রহ নেই।

মন্ত্রী বলেন, আমি বারবারই নেত্রীকে বলে আসছি যে, জয়কে পরবর্তীকালের জন্য গ্রুমিং করার বিষয়টা। এটা নেত্রীর সিদ্ধান্তের ব্যাপার। জয়ের নিজেরও ইচ্ছার ব্যাপার। যেভাবে আছেন সেভাবেই তিনি আপাতত থাকতে চান। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কোনো পদে, যেমন পীরগঞ্জে তাকে মনোনয়ন দেয়ার জন্য সেখান থেকে অনেক দাবি ছিল, কিন্তু তিনি রাজি হননি। কাজেই জয়ের নিজের ইচ্ছারও ব্যাপার আছে। আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম সম্মেলন। ঐতিহ্যবাহী এ দলটির নতুন কমিটিতে জয় থাকবেন কি না, তা রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। সরাসরি রাজনীতিতে না এসেও ডিজিটাল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জয়কে ১১ নভেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলা শাখা কমিটিতে প্রাথমিক সদস্য করা হয়।

এরপর থেকেই কেন্দ্রীয় নেতৃত্বে আসার বিষয়ে জয়ের নামটি আরও জোরেশোরে উচ্চারিত হচ্ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
 
%d bloggers like this: