
মোস্তাফিজুর রহমান মোস্তাফা : লালমনিরহাট প্রতিনিধিঃ=
লালমনিরহাট ‘র হাতীবান্ধায় দূর্বৃত্তদের হামলায় খেলোয়ার নোমান আহত হয়েছে। শনিবার রাত ৮টায় ওই উপজেলার সোনালী ব্যাংক চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাক সুত্রে জানা গেছে, ওই এলাকায় ব্যাডমিন্টন খেলছিলো টংভাঙ্গা এলাকার মোসলেম উদ্দিনের পূত্র আব্দুল্লাহ আল নোমান। এ সময় তার উপর অতর্কিত হামলা চালায় সিঙ্গিমারী গ্রামের জয়নাল আবেদীনের পূত্র তানভীর হাসান বাপ্পি (২০) ও রেজওয়ানুর রহমান হিমু (১৫)। হামলায় নোমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা হামলাকারী বাপ্পি ও হিমুকে আটক করে পুলিশে দেয়।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।