সেলিম হোসেন আশা : =
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের শার্শা উপজেলা বিএনপি শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মিলন, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, প্রচার সম্পাদক ও শার্শা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিবজুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম বাবু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাফা উদ্দিন খা, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেব আলী বিশ^াস, মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল মাজেদ, আসাদুজ্জামান সাগর, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ মন্টু, লণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সভাপতি মোহাম্মদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মনিরুল ইসরাম মনি, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা পারভিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, যুবদল নেতা মনিরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা রাহানুজ্জামান দিপু, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াছি উদ্দিন ও ছাত্রদল নেতা আবু জুবায়ের প্রমুখ।