আলহাজ্ব আব্দুল লতিফ :=
বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মইনুল খান। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
ড. মইনুল খান কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম) এর কমিশনার ছিলেন। এর আগে তিনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।
বেনাপোলকে বদলে দেয়ার রুপকার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে কাস্টমস হাউস বেনাপোল থেকে ড. মইনুল খানের কর্মস্থলে বদলি করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের সময় কর ফাঁকি ধরা সহ শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে নানা অভিযানের কারণে আলোচনায় উঠে আসেন মইনুল খান। এই শুল্ক কর্মকর্তা উপন্যাস ও টেলিভিশন নাটকও লিখে আসছেন।
মইনুল খান ১৯৯৪ সালে শুল্ক ও ভ্যাট বিভাগে যোগদান করেন। বিষয়ভিত্তিক লেখার পাশাপাশি ভ্রমণ কাহিনী ও ছোট গল্প লিখেন তিনি। জাগৃতি প্রকাশনী থেকে তার লেখা ‘পুরুষের চল্লিষা’ ও ‘গুডাই সিডনি’ প্রকাশিত হয়েছে।