নকশা না মেনে বাড়ি নির্মাণ করার দায়ে চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ঢাকার নিকেতন আবাসিক এলাকার ৬ নম্বরে এ অভিযান চালানো হয়। শাকিব খানের বাড়ি ছাড়া আরও দুটি বাড়ির মালিকের বিরুদ্ধেও একই অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে বলে রাজউকের জোন চারের অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ‘নকশা না মেনে বাড়ি নির্মাণের অভিযোগে নিকেতন আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে তিনটি বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
‘অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।’
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযানে নিকেতন ৬ নম্বর সড়কের ২১ নম্বর হোল্ডিংয়ের মালিককে তিনি ৫ লাখ টাকা জরিমানা করেন এবং ৫ নম্বর হোল্ডিংয়ের একটি স্থাপানা সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান রাজউক কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho