
আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এর আগে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার পর খবরের শিরোনাম ছিলেন তনুশ্রী দত্ত। এবার সেই তনুশ্রী মুখ খুলেছেন নেহা কাক্করের বিরুদ্ধে। ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে কথা বলে নতুন করে আলোচনায় এলেন তিনি। চলতি বছর ‘ইন্ডিয়ান আইডল’র দশম মৌসুমে বিচারকের চেয়ারে ছিলেন নেহা কাক্কর।
তনুশ্রীর প্রশ্ন, নেহা কাক্কর একজন নারী হয়ে কেন ‘ইন্ডিয়ান আইডল’ এর মতো অনুষ্ঠানে অনু মালিককে সঙ্গে নিয়ে বিচারকের চেয়ারে বসছেন?
এর আগে বহুবার অনু মালিকের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এছাড়াও ‘ইন্ডিয়ান আইডল ১০’-এ কেন নেহা কাক্করকে একজন প্রতিযোগী চুম্বন করেন, সেই অধিকার প্রতিযোগীকে কেন দেয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তনুশ্রী।
কয়েকদিন আগে ইন্ডিয়ার আইডলের মঞ্চে নেহাকে জোর করে এক প্রতিযোগী চুম্বন করেন। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয় বলিউড। তনুশ্রীর দাবি, নেহা ইন্ডিয়ান আইডলের মঞ্চে কেবলমাত্র একজন মহিলা বলেই তাকে জোর পূর্বক চুম্বন করা হয়। আর এর প্রতিবাদ নেহা নিজেও করেননি।
পাশাপাশি, অনু মালিকের মতো যৌন হেনস্তার অভিযুক্তের সঙ্গে অনুষ্ঠান করায় নেহা নিজের মান নামিয়ে ফেলেছেন বলে দাবি করেছন তনুশ্রী। এবারের ইন্ডিয়ান আইডলের আসরের প্রথমদিন থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না নেহার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho