
আলহাজ্ব হাফিজুর রহমান :=
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে সমর্থন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক সভায় তিনি এ সমর্থনের কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ যে আন্দোলনের ডাক দিয়েছে নিশ্চয়ই তা যৌক্তিক। তাদের এই আন্দোলনে আমাদের সমর্থন থাকবে।’ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না। এই সরকার জানে বিএনপি ক্ষমতায় এলে তাদের কী দশা হবে, সারা দেশে যে নৈরাজ্য চালাচ্ছে এর পরিণতি কী হবে। তাই এখন এই সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়।’
পেঁয়াজের মূল্যবৃদ্ধির বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, যে সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারে না, সে সরকার দেশ কীভাবে নিয়ন্ত্রণ করবে। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বেড়ে গেছে। লবণের দাম, চালের দাম, পেঁয়াজের দাম, সবজির দাম সবকিছুর দামই সাধ্যের বাইরে চলে গেছে। মানুষ কীভাবে বেঁচে থাকবে? আমরা ইনশাল্লাহ অতি দ্রুত আন্দোলনে নামব এবং এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করব।
তিনি বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বর্তমান সরকার খালেদা জিয়া একজন বয়স্ক, অসুস্থ মানুষ সত্ত্বেও তার ওপরে যে অমানবিক নির্যাতন করছে তাতেই বোঝা যায় এই সরকার কতটা অমানবিক। আমরা শিগগিরই তীব্র আন্দোলন গড়ে তুলে খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ আয়োজক সংগঠনের নেতারা।