
আলহাজ্ব আব্দুল লতিফ :=
শাহরুখ খান এবং সালমান খানকে পেছনে ফেলে ভারতীয় তারকাদের মধ্যে অনলাইন সার্চে শীর্ষে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। যুক্তরাষ্ট্র-ভিত্তিক জরিপ প্রতিষ্ঠান এসইএম-রাস জানিয়েছে, ২০১৮ সালের অক্টোবরের পর থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে মানুষ অনলাইনে বেশি খুঁজেছে। প্রতিষ্ঠানটি বলছে, প্রিয়াঙ্কাকে এই সময়ে মানুষ প্রতি মাসে গড়ে ৪.২০ মিলিয়ন বার অনলাইনে সন্ধান করেছেন। ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গায়ক নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। ওই মাসে তাকে ১৩.৬ মিলিয়ন বার খোঁজা হয়!
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা বরাবরই জনপ্রিয়। তার জনপ্রিয়তা কাজে লাগাতে টুইটার তাদের ভিডিও সিরিজ ‘বিহাইন্ড দ্য টুইটসে’ প্রিয়াঙ্কাকে রাখে। প্রথম ভারতীয় তারকা হিসেবে তিনি এই সুযোগ পান। সাবেক এই বিশ্ব সুন্দরী সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন।
আইশা চৌধুরী নামের একজন তরুণ মোটিভেশনাল স্পিকারের জীবনের ওপর নির্মিত এই ছবি, যিনি বিরল ব্যাধি নিয়ে বেড়ে উঠছেন। এই চরিত্রে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। প্রিয়াঙ্কাকে দেখা যাবে ওয়াসিমের মায়ের চরিত্রে।