
সাতক্ষীরা ব্যুরো :=
ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি ৬৭০ গ্রাম (সাড়ে ৪০০ ভরি) স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এই স্বর্ণ আটক করে। এর বাজার মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।
কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা বিজিবি বিওপির নায়েক সুবেদার ওলিউল আলম জানান, বিজিবির একটি দল সীমান্তে টহলে ছিল। এ সময় একই সড়কে মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়ে। বিজিবি দেখে তারা মোটর সাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়।তিনি জানান, মোটরসাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারি দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ। এর ওজন চার কেজি ৬৭০ গ্রাম। তবে স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।