
প্রফেসর জিন্নাত আলী :=
গত দুই মাসে ক্যাসিনো থেকে শুরু করে আইনের জালে ধরা পড়েছেন যারা তারা তো আছেনই, নতুন করে আরো ১৫৯ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছেন দুদক।
এদিকে এখন পর্যন্ত প্রায় ৪০০ জনের ব্যাংক হিসাব জব্দও করেছে সংস্থাটি। যদিও এ কর্মকাণ্ডকে দুদক শুদ্ধি অভিযানের সাথে মেলাতে নারাজ।
এছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে ১১৮ জনের ব্যাংক হিসাব চেয়ে তালিকা পাঠিয়েছে দুদক।
তদন্তের আওতায় যারা আছেন তারা হল – বরিশালের পংকজ নাথ, ভোলার নুরুন্নবী শাওন এবং নারায়ণগঞ্জের নজরুল ইসলাম বাবু এই তিন এমপির নাম রয়েছে। ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল এবং কেন্দ্রীয় যুবলীগসহ ঢাকা উত্তর ও দক্ষিণের বেশ কিছু নেতা।
এছাড়াও শুল্ক গোয়েন্দার ডিজি, কমলাপুর আইসিডির কমিশনারসহ অন্তত ৫ কাস্টমস কর্মকর্তা, দুই শীর্ষ সন্ত্রাসীসহ জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে দুদক।