মো : সাজেদুর রহমান : সিনিয়র রিপোর্টার :=
সরকার স্বাভাবিক জীবনযাপনে সহায়তা দেবে এমন আশ্বাসে দ্বিতীয় দফায় আত্মসমর্পণের জন্য ৩০ জনের বেশি সহযোগী ও অস্ত্রশস্ত্র নিয়ে আত্মগোপন থেকে বেরিয়ে আসছে কক্সবাজারের মহেশখালির দুর্ধর্ষ আইয়ুব বাহিনীর প্রধান মোহাম্মদ আইয়ুব।
শনিবার ( ২৩ নভেম্বর ) আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে তারা। জলদস্যুদের কেউ কেউ জানান, অন্ধকার পথেরভুল বুঝতে পেরেই তারা ফিরছেন আলোর পথে।
এদিকে সরকারের আশ্বাসে স্বাভাবিক পথে ফিরছে আরও শতাধিক জলদস্যু ও অস্ত্রের কারিগর। অনেকদিন ধরে মানুষের আতঙ্কের কারণ এই বাহিনীর বেশিরভাগ সদস্যই এখন আত্মসমর্পণের জন্য পুলিশের হেফাজতে।
এছাড়া শুধু আইয়ুব বাহিনীই নয়, মহেশখালি-কুতুবদিয়া-পেকুয়া উপকূল কাঁপানো এমন আরও সাতটি জলদস্যু বাহিনীর সদস্য ও অস্ত্র তৈরির কারিগররা ফিরে আসছে স্বাভাবিক পথে।
দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে বলে স্বস্তি ফিরছে পুলিশেও। তারা যাতে আবারও দস্যুতার পথে ফিরে না যায় সেজন্য নেয়া হবে বিশেষ উদ্যোগ।