ইমরান হোসেন আশা :=
বেনাপোলে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ কাষ্টমসের সিপাহি পদে শারিরিক ফিটনেস পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। গাইবান্ধা খুলনা বরিশাল রাজশাহি বগুড়া রংপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে পরীক্ষার্থীরা এসেছে বেনাপোলে।
উল্লেখ্য গত ২বছর আগে কাষ্টম সিপাহি পদে ৫৬ জন নিয়োগের জন্য আবেদন আহব্বান করা হয়। ২৭ হাজার ৫০০ আবেদন জমা পড়ে। এর মধ্যে বাছাইকৃত ১৩ হাজার পরীক্ষার্থী শারিরীক ফিটনেসে অংশগ্রহন করবে। শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর ২৯ নভেম্বর যশোরে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা।
বেনাপোল কাষ্টমসের সহকারি কমিশনার উত্তম চাকমা জানান, কাষ্টম ডিসি নিয়ামুল ইসলামের নেতৃত্বে বেনাপোল কাষ্টম হ্উাজ অভ্যান্তরে ব্যাপক নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাদের ব্যবস্থাপনায় খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষায় কোন ধরনের অনৈতিক লেনদেনের সুযোগ নেই বলেও জানান তিনি।
এদিকে দেশের বিভিন্ন স্থাœন থেকে আসা পরীক্ষার্থীরা জানান, কোন লেনদেন ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছেন, টাকা ছাড়াই নিয়োগ পাবেন এমন আশাও করেন তারা।
কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারনে বাহিরের পরিবেশ কষ্টদায়ক নাজেহাল হচ্ছেন তারা।