
আকাশপথে মহড়া চালিয়েছে ইরানের বিমানবাহিনী। শুক্রবার সফলভাবে ওই মহড়া সম্পন্ন হয়েছে বলে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ জানিয়েছেন। শুক্রবার মহড়ার অবকাশে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি যে মহড়া চালিয়েছে তা সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং প্রতিটি লক্ষ্য অর্জিত হয়েছে। মহড়ার সময় সেনারা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শত্রুর কল্পিত প্রতিটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হন।
ইরানের এ কমান্ডার বলেন, মহড়া আমরা যেভাবে সফলতার সঙ্গে শেষ করেছি এবং মহড়ার প্রতিটি লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে সেক্ষেত্রে একথা বলা যায় যে, শত্রুরা যদি ইরানের ওপরে কোনো ধরনের হামলা চালানোর স্বপ্ন দেখে তাহলে তাদেরকে দারুণভাবে অনুতপ্ত হতে হবে।
সাবাহি ফার্দ বলেন, শত্রুরা ইরানের আকাশে প্রবেশ করতে চাইলে হয়ত পারবে কিন্তু তারা এখান থেকে তাদের ইচ্ছেমতো ফিরে যেতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho