মনিরুল আলম মিশর :=
যশোরে রাবেয়া খাতুন তুলি (২৪) নামে এক পুলিশ সদস্যর স্ত্রী আত্মহত্যা করেছেন। তিনি শার্শা উপজেলার বড়বাড়ীয়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলার খরুষা গ্রামের আজিজুর রহমান মেয়ে। মনিরুজ্জামন সাতক্ষীরা থানায় এসআই হিসাবে কর্মরত।
মৃতের স্বজন সূত্র জানিয়েছেন, নয় বছর আগে বড়বাড়ীয়া গ্রামের মনিরুজ্জামানের সঙ্গে পাশের উপজেলার খরুষা গ্রামের আজিজুর রহমানের মেয়ে তুলির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তুলির ওপর নির্যাতন শুরু করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার রাতে বাবার বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তুলি। জানতে পেরে পরিবাবের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানিয়েছেন, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পুলিশ সদস্যর স্ত্রীর আত্মহত্যার কোনো খবর তার কাছে আসেনি।