ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহর বিশেষ বন্ধু হিসেবে পরিচিত গায়ক আগুন। অমর এ নায়কের ঠোঁটে আগুনের গানই সবচেয়ে ভালো মানানসই ছিল। নব্বইয়ের দর্শক থেকে দাপটের সঙ্গে গানের জগতে রয়েছেন এই শিল্পী। গানের পাশাপাশি দুই দশকেরও বেশি সময় ধরে আগুন অভিনয়ও করছেন। বহু নাটক ও কয়েকটি চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। সেই আগুন আবারও এসেছেন ক্যামেরার সামনে। প্রথমবারের মতো এবার সঙ্গে এনেছেন স্ত্রী তান্নাকেও।
চ্যানেল আই সূত্রে খবর, ‘মিষ্টিপান’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন আগুন ও তান্না। ফরিদুর রেজা সাগরের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এতে তান্নাকে দেখা যাবে একজন টিভি সাংবাদিকের চরিত্রে।
ধারাবাহিক ‘মিষ্টিপান’-এ ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্য উঠে আসবে। চারটি খুনের ঘটনার মধ্য দিয়ে এগোবে গল্প। এখানে বিশেষ দুটি চরিত্রে তারিক আনাম খান এবং সাদিয়া ইসলাম মৌও রয়েছেন। নাটকটি প্রতি শুক্র ও রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho