বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ নৌসচিব পর্যায়ে বৈঠক বুধবার, ২৯ এজেন্ডা

নুরুজ্জামান লিটন :=

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক বুধবার ঢাকায় শুরু হচ্ছে। প্রথম দিন নৌপ্রটোকল চুক্তি প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিঅ্যন্ডটি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন সচিব মো.আবদুস সামাদ এবং ভারতের পক্ষে সে দেশের নৌপরিবহন সচিব গোপাল কৃষ্ণ নেতৃত্ব দেবেন। এর আগে দু’দেশের নৌসচিব পর্যায়ের বৈঠক গত বছরের অক্টোবরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র জানিয়েছে, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নৌপ্রটোকল চুক্তির কয়েকটি স্থানে সংশোধনী নিয়ে বৈঠক হবে। এতে নতুন পোর্ট অব কল অন্তর্ভুক্ত হতে পারে। বর্তমানে দু’দেশের মধ্যে ছয়টি করে ১২টি ‘পোর্টস অব কল’ রয়েছে। সেগুলো হল- বাংলাদেশের নারায়ণগঞ্জ, খুলনা, মোংলা, সিরাজগঞ্জ, আশুগঞ্জ ও পানগাঁও এবং ভারতের কলকাতা, হলদিয়া, করিমগঞ্জ, পান্ডু, সিলঘাট ও ধুবরী। এ বৈঠকে বাংলাদেশের ৬টি ও ভারতের ৬টি করে মোট ১২টি এজেন্ডা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ভারত-বাংলাদেশ নৌসচিব পর্যায়ে বৈঠক বুধবার, ২৯ এজেন্ডা

প্রকাশের সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
নুরুজ্জামান লিটন :=

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক বুধবার ঢাকায় শুরু হচ্ছে। প্রথম দিন নৌপ্রটোকল চুক্তি প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিঅ্যন্ডটি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন সচিব মো.আবদুস সামাদ এবং ভারতের পক্ষে সে দেশের নৌপরিবহন সচিব গোপাল কৃষ্ণ নেতৃত্ব দেবেন। এর আগে দু’দেশের নৌসচিব পর্যায়ের বৈঠক গত বছরের অক্টোবরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র জানিয়েছে, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নৌপ্রটোকল চুক্তির কয়েকটি স্থানে সংশোধনী নিয়ে বৈঠক হবে। এতে নতুন পোর্ট অব কল অন্তর্ভুক্ত হতে পারে। বর্তমানে দু’দেশের মধ্যে ছয়টি করে ১২টি ‘পোর্টস অব কল’ রয়েছে। সেগুলো হল- বাংলাদেশের নারায়ণগঞ্জ, খুলনা, মোংলা, সিরাজগঞ্জ, আশুগঞ্জ ও পানগাঁও এবং ভারতের কলকাতা, হলদিয়া, করিমগঞ্জ, পান্ডু, সিলঘাট ও ধুবরী। এ বৈঠকে বাংলাদেশের ৬টি ও ভারতের ৬টি করে মোট ১২টি এজেন্ডা রয়েছে।