বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন যার নেতৃত্বে লালমনিরহাট থেকে পাকিস্তানি সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়, সেই মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ইলিয়াস হোসেন চলে গেলেন না ফেরার দেশে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এদিকে তাঁর মৃত্যুতে পুরো জেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুপুর থেকেই মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ছুটে যান শহরের টিউমল পাড়াস্থ তার বাসভবনে। সমবেদনা জানান তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের।মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।মঙ্গলবার বাদ আছর শহরের নিউ কলোনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে রাষ্টীয় মর্যাদায় তাকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত হয়। ওই দিন ইলিয়াস হোসেনের নেতৃত্বে জেলা শহরের চারদিক থেকে হানাদারদের ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা, তুমুল প্রতিরোধের মুখে পড়ে লালমনিরহাট থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্থানি সেনারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho