
শার্শা ব্যুরো :=
যশোরের শার্শার আমতলা গাতীপাড়া সড়কে আজ বুধবার সন্ধ্যায় ট্রাক ও টলির মুখোমুখির সংঘর্ষে আসাদুল (৩০) নামে এক টলি ড্রাইভার নিহত হয়েছে। নিহত রাজবাড়ী গ্রামের বাসিন্দা।
পথচারীরা জানায়, শার্শা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো ট ১১ – ০৭৩৬ আমতলা গাতীপাড়া সড়কে আসলে একটি টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই টলি ড্রাইভার নিহত হন।
শার্শা থানার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান সড়ক দূর্ঘটনায় নিহত লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।