ধর্ষণের শিকার এক তরুণী আদালতে শুনানিতে অংশ নিতে যাওয়ার পথে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা। প্রাণ বাঁচাতে তিনি গোটা জ্বলন্তত শরীর নিয়ে দৌড়েছেন এক কিলোমিটার পথ। ওই অবস্থায় হেল্পলাইনে ফোন করে পুলিশের সহায়তাও চেয়েছেন তিনি। পুলিশ তাকে উদ্ধার করলেও পুড়ে গেছে শরীরের ৭০ ভাগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণী।
এমন বিভীষিকাময় ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লখনউ শহরে। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এক প্রতিবেদনে বিবিসি বলছে, আশক্সক্ষাজনক অবস্থায় ২৩ বছর বয়সী ওই তরুণীকে লখনউর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। স্থানীয় পুলিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ৩০৭, ৩২৬, ৫০৬ ধারায় মামলা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রবীন্দ্র প্রকাশ বিবিসিকে বলেন, ‘ওই তরুণী দৌড়ে আসছিল আর বাঁচাও বাঁচাও চিল্লাছিল। তখন তিনি সম্পূর্ণ ভাবে পুড়ে যান। আমি প্রথমে তাকে ভূত ভেবেছিলাম। আমি পালিয়ে ডাণ্ডা হাতে নিয়েছিলাম, আর কুড়াল আনার জন্য চিৎকার করছিলাম।’
রবীন্দ্র বলেন, ‘নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেয়ার পর প্রায় এক কিলোমিটার পর্যন্ত প্রাণ বাঁচাতে আর সাহায্য চাইতে এসেছিল তার কাছে। এরপর তরুণী নিজেই ফোন থেকে ১০০ নম্বর ডায়াল করে পুলিশকে ঘটনার ব্যাপারে জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে আর ওই তরুণীকে নিয়ে চলে যায়।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho