Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

জাতিসংঘের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন টিআইবির

Shahriar Hossain
ডিসেম্বর ৫, ২০১৯ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল ইসলাম সৌরভ := 

অন্যদের স্বচ্ছতা বজায় রাখতে বললেও জাতিসংঘ নিজেদের ক্ষেত্রে স্বচ্ছতা মেনে চলে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান ও সুশাসন বিষয়ক এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এমন অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘের কাছে তাদের কর্মসূচির পরিচালনা ব্যয় সম্পর্কে বহুবার জানতে চেয়ে তারপর তথ্য পাওয়া গেছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে কর্মসূচি চালাতে তাদের পরিচালনা ব্যয় কত আমরা জানতে চেয়েছি। এসব তথ্য বহুবার চাওয়ার পর তাদের কাছ থেকে পেয়েছি।’ ‘জাতিসংঘ জানিয়েছে, সর্বনিম্ন ৩ শতাংশ এবং সর্বোচ্চ ৩২ শতাংশ ব্যয় হয়েছে। এটি জাতিসংঘের নিজেদের পরিচালন ব্যয়। কিন্তু তারা নিজেরা কোনও কর্মসূচি বাস্তবায়ন করে না। সহযোগী সংস্থাগুলো এসব কর্মসূচি বাস্তবায়ন করে। সহযোগী সংস্থাগুলোর পরিচালন ব্যয় কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। এর ফলে এখানে এ ব্যয় দুইবার গণনা হচ্ছে।’

তবে প্রকৃতপক্ষে জাতিসংঘের পরিচালন ব্যয় কতটুকু তা একমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলতে পারবে মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘কিন্তু তারা এ ধরনের তথ্য প্রকাশ করতে চায় না। জাতিসংঘ আমাদের কাছে নিজেদের স্বচ্ছতা বজায়কারী সংস্থা হিসেবে প্রকাশ করে। কিন্তু বাস্তবে আমরা এর প্রতিফলন দেখি না।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
 
%d bloggers like this: