আলহাজ্ব মতিয়ার রহমান :=
পারমাণবিক বিজ্ঞান গবেষণায় তুরস্ক-ইউক্রেন উভয় দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা এক সঙ্গে কাজ করবে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের। পারমাণবিক তথ্যপ্রযুক্তি ও রেডিয়েশন নিয়ে আঙ্কারা ইউনিভার্সিটি ইন্সটিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স ও ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি কমিটি অব ইউক্রেনের (এসএসটিসি এনআরএস) শিক্ষার্থীরা যৌথ অধ্যয়ন ও প্রশিক্ষণ নেবে। শিক্ষার্থীরা তাদের মেধা একে অপরের মাঝে শেয়ার করবে।
আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের পরিচালক নিয়াজি মেরিক তুর্কি সংবাদ সংস্থা আনাদলুকে বলেন, দেশে পারমাণবিক চুল্লি স্থাপন করা হবে; সেখানের কাজ করার জন্য প্রশিক্ষিত কর্মী প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সর্বোত্তম উপায়ে শিক্ষিত করা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য, পরীক্ষাগার প্রয়োজন রয়েছে যেখানে পারমাণবিক বিজ্ঞান গবেষণা করা যেতে পারে।