কতই বা বয়স হবে তখন ষষ্ঠ শ্রেণিতে পড়া ইতি খাতুনের? এই বয়সেই তার বিয়ে ঠিক করে ফেলে পরিবার। একদিন তীর-ধনুকের অনুশীলন শেষে বাড়িতে এসে দেখে বাবা তাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। পাত্রপক্ষ বসাবাড়ির বারান্দায়। বিয়ের সব আয়োজন শেষ। কিন্তু শেষ মুহূর্তে পালানোর সিদ্ধান্ত নেয়। সোজা চলে যায় আর্চারি ফেডারেশনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায়।
চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ২০১৬ সালের ডিসেম্বরের সেই আর্চারির প্রাথমিক বাছাইয়ে হয়েছিল প্রথম। সেই মেয়েটিই এবার চলতি এসএ গেমসে দেশকে স্বর্ণ পদক এনে দিয়েছেন।
রবিবার নেপালে চলমান দক্ষিণ এশীয় গেমসের আর্চারির মেয়েদের রিকার্ভ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে জোড়া স্বর্ণপদক জিতে নিয়েছেন তিনি। নেপালের পোখারায় রবিবার মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে ভুটানের বিপক্ষে ৬-০ সেট পয়েন্টে জিতে বাংলাদেশের মেয়েরা। পরে রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশের খ্যাতনামা তীরন্দাজ রোমান সানার সঙ্গে ভুটানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জিতেছেন ইতি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho