তানজীর মহসিন :=
আমরা দূর্ণীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে বন্দরনগরী বেনাপোলে দূর্ণীতি দমন কমিশন ও শার্শা উপজেলার দূর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রেলী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল,কলেজর শিক্ষার্থী সহ বিভিণ্ন শ্রেণী পেশার মানুষ দূর্নীতি বিরোধী কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে জাতীয় সংগীত পরিবেশন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটির অনুষ্ঠান উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহি অফিসার পূলক কুমার মন্ডল ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। এরপর বেনাপোল – কলকাতা মেইন সড়কে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও র্যালি করা হয়।
বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিশাল রেলী বেনাপোল বন্দর ও বাজার এলাকায় প্রদক্ষিন করে। দুর্ণীতি প্রতিরোধ কমিটির, শার্শা শাখার সভাপতি- আলহাজ্ব আহসান উল্লাহ মাস্টার এর সভাপতিত্বে রেলী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন – শার্শা উপজেলা নির্বাহী অফিসার-পুলক কুমার মন্ডল,বেনাপোল পৌরসভার মেয়র-আশরাফুল আলম লিটন,বেনাপোল কাস্টম হাউজের সহকারি কমিশনার- উত্তম কুমার চাকমা,বেনাপোল পোর্ট থানার পক্ষ্যে-এস আই মাসুম,শার্শা থানার ওসি আতাউর রহমান,ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক- হাছিনারা বেগম।