ঝিকরগাছা প্রতিনিধি:=
যশোরের ঝিকরগাছায় ইথুন কাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শিয়ালঘোনা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে ধানপোতা স্কুল মাঠে ফাইনাল খেলায় তারা প্রতিপ শ্রীরামকাটি ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উভয় দল আক্রমন পাল্টা আক্রমন রচনা করে খেলতে থাকে। ১৫ মিনিটে শিয়ালঘোনা ফুটবল একাদশের আসিফ হোসেন দলের পে একমাত্র জয়সূচক গোলটি করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান সরদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী, প্রভাষক তরিকুল ইসলাম, আরিফুজ্জামান সন্টু প্রমুখ।