![](https://bartakontho.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কোলকাতা থেকে কালিপদ দাস :=
ভারতের অর্থনীতির দুরবস্থা, সংশোধিত নাগরিকত্ব আইন, কৃষকদের দুর্দশা ও কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে ‘ভারত বাঁচাও’ সমাবেশের ডাক দিয়েছে বিরোধী দল কংগ্রেস। রাজধানী দিল্লিতে আজ শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং এবং রাহুল গান্ধীসহ শীর্ষ নেতারা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দলীয় শক্তি প্রদর্শনের জন্য দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা থেকে কংগ্রেসের রাজ্য শাখাগুলোকে কর্মীদের এই জনসভায় পাঠাতেও বলা হয়েছে। রাজধানীর রামলীলা ময়দানে কমপক্ষে এক লাখ মানুষের সমাবেশ হবে বলে তারা আশা করছেন।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী সপ্তাহে পরপর তিনদিন মিছিল করবে তার দল তৃণমূল কংগ্রেস।