ঢাকা ব্যুরো :=
শুক্রবার বিকেল ৫টার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারয়ার আলমের নেতৃত্বে রাজধানীর চকবাজারের আনসার উল্লাহ প্লাজা মার্কেটের ৫ তলার একটি কসমেটিকস গুদামে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা বিশ্বের নাম করা নানান পণ্যের নকল তৈরি করে বাজারজাত করে আসছিলেন।
সারোয়ার আলম বলেন, এরা সকলে বিশ্বের নামি-দামি সব ব্যান্ডের পণ্য নকল করে মজুদ ও বিক্রয়ের সাথে জড়িত। এসব পণ্যের মধ্যে বাচ্চারা ব্যবহার করে এমন পণ্যও রয়েছে। এ ধরণের পণ্য ব্যবহার করা সবার জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ, বাচ্চাদের ক্ষেত্রে ঝুঁকি আরো বেশি রয়েছে।
তিনি বলেন, অভিযান চলমান থাকবে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
সূত্র জানায়, উদ্ধার হওয়া নকল পণ্যগুলো বিশ্বের সব নামকরা কোম্পানির। এর মধ্যে রয়েছে ভেজলিন, লোশন, শ্যাম্পু, অলিভ অয়েলসহ নানান ধরনের পণ্য রয়েছে।