শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে বিজয় দিবসের কবিতা পাঠের আয়োজন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :=
‘জাতির রক্তে ফের অনাবিল মমতা আসুক, জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক’ শ্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে  মহান বিজয় দিবসের কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়   টিএসসিসি’র গ্যালারি কক্ষে এই আয়োজন করে আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’।

সংগঠনের সভাপতি আলমগীর অভ্র কাননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিএসিসি’র পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাবেক সভাপতি নাইমুল ইসলাম, আইনুন নাহার, সাবেক যুগ্ম সাধারণ নিলুফার ইয়াসমিন নীলা, টিএসসিসি অফিসের উপ-রেজিস্ট্রার সুদেব কুমার বিশ্বাস।

সংগঠনের সদস্য মাসুম আলভি ও জান্নাতুল ফেরদৌস মিরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সহ-সভাপতি ওয়ারেসুন্নেসা মেমি, নাইমা পারভীন নীলা, নুরল্লাহ মেহেদী, আবু হুরাইরা আত্মজ, নিশমা নাইনা, আবু রায়হান, গোলাম রাব্বানী, জামশেদ, জামিউল, স্মৃতি, ওয়াহিদা আশা, ফাহিম প্রমুখ।

পরে জুনিয়র আবৃত্তিশিল্পীদের মধ্যে সেরা তিন জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বিজয় ও স্বাধীনতা বিষয়ে অন্তত ২০টি কবিতা পাঠ করেন সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ইসরায়েল ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়,তার জবাব হবে কঠোর-ইরানের প্রেসিডেন্ট

ইবিতে বিজয় দিবসের কবিতা পাঠের আয়োজন

প্রকাশের সময় : ০৯:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :=
‘জাতির রক্তে ফের অনাবিল মমতা আসুক, জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক’ শ্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে  মহান বিজয় দিবসের কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়   টিএসসিসি’র গ্যালারি কক্ষে এই আয়োজন করে আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’।

সংগঠনের সভাপতি আলমগীর অভ্র কাননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিএসিসি’র পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাবেক সভাপতি নাইমুল ইসলাম, আইনুন নাহার, সাবেক যুগ্ম সাধারণ নিলুফার ইয়াসমিন নীলা, টিএসসিসি অফিসের উপ-রেজিস্ট্রার সুদেব কুমার বিশ্বাস।

সংগঠনের সদস্য মাসুম আলভি ও জান্নাতুল ফেরদৌস মিরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সহ-সভাপতি ওয়ারেসুন্নেসা মেমি, নাইমা পারভীন নীলা, নুরল্লাহ মেহেদী, আবু হুরাইরা আত্মজ, নিশমা নাইনা, আবু রায়হান, গোলাম রাব্বানী, জামশেদ, জামিউল, স্মৃতি, ওয়াহিদা আশা, ফাহিম প্রমুখ।

পরে জুনিয়র আবৃত্তিশিল্পীদের মধ্যে সেরা তিন জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বিজয় ও স্বাধীনতা বিষয়ে অন্তত ২০টি কবিতা পাঠ করেন সদস্যরা।