
রোকনুজ্জামান রিপন :=
দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ স্লোগানে যশোরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। সকাল সাড়ে নয়টায় কালেক্টরেট চত্বর থেকে র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা রফিকুল ইসলাম, এফপিএবি কর্মকর্তা আবিদুর রহমান। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু করে দড়াটানা ঘুরে সিসিটিএসে গিয়ে শেষ হয়। সকাল দশটায় সিসিটিএস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুন ইসলাম, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড যশোরের শাখা ব্যবস্থাপক আছাদুজ্জামান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড যশোরের শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যশোরের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম। অন্যান্যের মধ্য বক্তৃতা করেন সফল অভিবাসী মহিবুল আজম, সিঙ্গাপুর গমনেচ্ছু অভিবাসী সুমন দাস।আলোচনা সভা শেষে সিঙ্গাপুর গমনেচ্ছু ১২জনএবং ওমান গমনেচ্ছু একজন অভিবাসীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন অতিথিরা। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন সরকারি এম এম কলেজের শিক্ষার্থী রিয়াসাত আরেফিন রাফি, দ্বিতীয় ক্যান্টমেন্ট কলেজের সাবিহা সুলতানা এবং তৃতীয় হয়েছেন সরকারি সিটি কলেজের মেহেদী হাসান। স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে আঞ্জুমান আরা একাডেমির আফরোজা খাতুন, দ্বিতীয় একই বিদ্যালয়ের ওমর আলী এবং তৃতীয় দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাগর হোসেন। একই সাথে যশোরের সর্বোচ্চ দু’জন রেমিটেন্সযোদ্ধা যশোর সদর উপজেলার কচুয়ার মহিবুল আজম এবং বারান্দী মোল্যাপাড়া এফএম মাহফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।