বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে ২ কোটি ৫৪ লাখ টাকার ভারতীয় কসমটেকিস সামগ্রী জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার :=
বেনাপোল’র তালশারি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় আড়াই কোটি টাকার ভারতীয় কসমটেকিস সামগ্রী জব্দ করেছে বিজিবি সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালয়িনরে অধনিায়ক লে: কর্ণেল মোঃ সলেমি রজো, পিএসসি জানান, ভারত থেকে বিপুল  পরিমান  কসমটেকিস সামগ্রী পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের  তালশারী এলাকায় অভিযান  চালিয়ে ১ ট্রাক ভারতীয় কসমটেকিস সামগ্রী জব্দ করে। আটককৃত মালের মূল্য ২, কোটি ৫৪ লাখ টাকা বলে বিজিবি  জানায়। কার্ভাড ভ্যানসহ আটককৃত মালামাল বেনাপোল  শুল্ক গোডাউনে জমা করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল  পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

বেনাপোলে ২ কোটি ৫৪ লাখ টাকার ভারতীয় কসমটেকিস সামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৬:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
স্টাফ রিপোর্টার :=
বেনাপোল’র তালশারি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় আড়াই কোটি টাকার ভারতীয় কসমটেকিস সামগ্রী জব্দ করেছে বিজিবি সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালয়িনরে অধনিায়ক লে: কর্ণেল মোঃ সলেমি রজো, পিএসসি জানান, ভারত থেকে বিপুল  পরিমান  কসমটেকিস সামগ্রী পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের  তালশারী এলাকায় অভিযান  চালিয়ে ১ ট্রাক ভারতীয় কসমটেকিস সামগ্রী জব্দ করে। আটককৃত মালের মূল্য ২, কোটি ৫৪ লাখ টাকা বলে বিজিবি  জানায়। কার্ভাড ভ্যানসহ আটককৃত মালামাল বেনাপোল  শুল্ক গোডাউনে জমা করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল  পোর্ট থানায় একটি মামলা হয়েছে।