শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বিক্ষোভকারীদের গুলি করলো পুলিশ, নিহত ২

আলহাজ্ব মতিয়ার রহমান :=

নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে বৃহস্পতিবারও (১৯ ডিসেম্বর) ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ আয়োজন করা হয়েছে। কর্নাটক ও বিহারে বনধ আহ্বান করেছে বাম দলগুলো। ফলে কর্নাটকের ব্যাঙ্গালোরে, উত্তর প্রদেশ, দিল্লির রেড ফোর্টের কাছে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আগামী তিন দিন পর্যন্ত ব্যাঙ্গালোরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বেঙ্গালুরুতে নিষেধাজ্ঞার মধ্যেই বিক্ষোভাকারীরা মিছিল বের করে। পুলিশের দাবি, বন্দর এলাকার কাছে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়। প্রথমে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ ফাঁকা গুলি করতে বাধ্য হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ অস্বীকার করলেও হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের (১৯ ডিসেম্বর) ওই সংঘর্ষে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলার সময় পুলিশ তাদের ওপর গুলি চালাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ভারতে বিক্ষোভকারীদের গুলি করলো পুলিশ, নিহত ২

প্রকাশের সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
আলহাজ্ব মতিয়ার রহমান :=

নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে বৃহস্পতিবারও (১৯ ডিসেম্বর) ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ আয়োজন করা হয়েছে। কর্নাটক ও বিহারে বনধ আহ্বান করেছে বাম দলগুলো। ফলে কর্নাটকের ব্যাঙ্গালোরে, উত্তর প্রদেশ, দিল্লির রেড ফোর্টের কাছে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আগামী তিন দিন পর্যন্ত ব্যাঙ্গালোরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বেঙ্গালুরুতে নিষেধাজ্ঞার মধ্যেই বিক্ষোভাকারীরা মিছিল বের করে। পুলিশের দাবি, বন্দর এলাকার কাছে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়। প্রথমে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ ফাঁকা গুলি করতে বাধ্য হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ অস্বীকার করলেও হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের (১৯ ডিসেম্বর) ওই সংঘর্ষে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলার সময় পুলিশ তাদের ওপর গুলি চালাচ্ছে।