আলহাজ্ব আব্দুল লতিফ :=
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান শর্মিষ্ঠা ছাড়াও এসময় অন্তত ৫০ নারীকে আটক করা হয়।
পরে এক টুইটে শর্মিষ্ঠা মুখার্জি জানান, তাদের মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন ব্যাপক ধরপাকড় সত্ত্বেও চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে ভিম আর্মির নেতাকর্মীরা বিক্ষোভ করবেন বলে জানা গেছে। তারা জামে মসজিদ এলাকার সামনে জড়ো হয়ে জন্তর-মন্তরের দিকে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে।এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিল্লিতে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এর মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরী, নীলোৎপল বসু, বৃন্দা করত, অজয় মাকেন, সন্দ্বীপ দিক্ষিত প্রমুখ।